বাচ্চাদের শারীরিক সেফটি নিয়ে কে কে আমার মতো অতিরিক্ত (!) চিন্তা করেন?
যারা এই চিন্তা করেন তারা অবশ্যই বাচ্চাকে প্রথম থেকে Sex Education বিষয়টি নিয়ে খুব গুরুত্ব দিবেন। “হায় হায় আপু এইটা কি বললেন” বলার আগেই একটা বিষয় একটু স্পস্ট জানিয়ে দেই, “Sex Education” মানে বাচ্চাদের “Sex” বিষয়টা শেখানো না, বরং এর মূল উদ্দেশ্য হলো বাচ্চাদের তাদের শরীর সম্পর্কে সঠিক তথ্য দেয়া, কোনটা ভুল কোনটা সঠিক সেই শিক্ষা দেয়া। আর এই Sex Education অবশ্যই হতে হবে বয়স ভিত্তিক আর শুরুটা যতো জলদি হবে ততোই ভালো। তবে এটি বাচ্চাদের শেখানোর আগে আসলে নিজেদের শেখার বিষয় আছে!
৫ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য Sex Education এর কারিকুলাম এর বিষয় হচ্ছে কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ সেটা বোঝানো আর এই বিষয়ে বেশ কিছু বই পড়ার পড়ে আমার মনে হয়েছে, এই বইটি সবচেয়ে ভালো। বইয়ের লেখিকা এই “ভালো স্পর্শ খারাপ স্পর্শ’’ বিষয়টা খুবই সুন্দর করে তুলে ধরেছেন যা আমার মনে হয় বাচ্চাদের খুব সহজেই মূল বক্তব্য তুলে ধরার জন্য যথেষ্ট উপযোগী।
বাচ্চারা ৫ বছর পর্যন্ত কিন্তু যে কোন কথা ওদের ভাষায় বোঝাতে পারলে খুব সুন্দর করে বুঝে যায়, এই বইয়ের ভাষাটা তেমনি। এমন সহজ ভাষা ও চমৎকার চিত্রের মাধ্যমে বইটি শিশুদের শরীরের ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতন করে তোলে। যা আমার মনে হয়, আপনার বাচ্চাকে আত্মবিশ্বাসী হতে এবং তাদের শরীর নিয়ে সচেতন হতে সাহায্য করবে যেন তারা বিপদের মুহূর্তে সঠিক পদক্ষেপ নিতে পারে।
“ভালো স্পর্শ, খারাপ স্পর্শ” বইটি আপনার এবং আপনার সন্তানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক বই বলে আমি মনে করি। বইটিতে ভালো স্পর্শ—যেমন মা-বাবার স্নেহের আলিঙ্গন—এবং খারাপ স্পর্শ, যা শিশুকে অস্বস্তিকর বোধ করায়, সে বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি এমন একটি সহায়ক উপকরণ, যা শিশুদের নিরাপদে বড় হতে সহায়তা করবে বলে আমার ধারণা।
অনেকে ভাবতে পারেন- “আমার ছেলে বাচ্চা, আমারও কি এই বই লাগবে?”
অবশ্যই। কারন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বলে কথা নেই, Child Predator will not hesitate.
বইয়ের রিভিউ এর সাথে নিজস্ব কিছু টিপস্ও শেয়ার করবো-
-বাচ্চাদের কারও সামনে ডায়পার বদলাবেন না একদম প্রথম থেকেই।
-বাচ্চাকে অবশ্যই তার “সেফ সার্কেল” সম্পর্কে জানাবেন, কাকে সে ভরসা করতে পারবে। তবে এই মানুষের বিষয়ে যদি বাচ্চা আনকমফোর্টেবল থাকে তাহলে অবশ্যই সেটা আমলে নিবেন, সে যেই হোক না কেন
-বাচ্চাকে কারও কোলে হুটহাট যেতে দিবেন না
-বাচ্চা যদি “গায়ে হাত দেয়া”, “স্পেশাল খেলা”, “বড়দের খেলা” এই বিষয়ে কিছু বলে অবশ্যই সুন্দরভাবে কথা বলে পুরোটুকু জেনে নিবেন
-দয়া করে নিজেদের প্রাইভেসি মেনটেইন করবেন এবং অবশ্যই বাচ্চাদের ২ বছরের পর বিছানা আলাদা করবেন।