গল্পের শুরু

আমি যেদিন জানতে পারি
আমি মা হবো,
সবার আগে আমার চিন্তা হয়েছে আমি নিজেও তো এখনও নিজের যত্ন নিতে পারিনা, বাচ্চার যত্ন কিভাবে নিবো! শুরু হল বাচ্চা বিষয়ক পড়াশুনা। আজ অবধি চলছে, যতো দিন “মা” থাকবো, চলবেই। আমার এই একজন অভিভাবক হয়ে উঠার গল্পগুলোই আমি এই ব্লগে লিখচ্ছি। মুলতঃ এই চিন্তা থেকে যে হয়তো আমার মতো কিছু মানুষ আছে যারা সচেতনভাবে আরেকটা প্রজন্মকে বুঝে শুনে বড়ো করতে চায়। সেই চিন্তা থেকে “চাইল্ডহুড ডেভেলপমেন্ট” নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশুনা চলছে, যেন শিক্ষণীয় বিষয়গুলো আরো গঠনমূলকভাবে শেয়ার করতে পারি।